কাঠের জোড়

আজকে আমাদের আলোচনার বিষয় কাঠের জোড়। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

কাঠের জোড়

কাঠ নির্মাণ কাজে প্রায় সর্বত্রই ব্যবহৃত হয়। কাঠ মূলত আসে গাছ থেকে। গাছকে নির্দিষ্ট আকারে কেটে শুকিয়ে বা সিজনিং করে ব্যবহার উপযোগী করা হয়। নির্মাণ কাজে ব্যবহারের সময় কাঠ সঠিক যাগমত থাকে না। আবার কখনও কখনও অভ্যন্তরীণ ফিটিংসের জন্য কাঠে বিভিন্ন জোড়া দেয়ার প্রয়োজন হয়। কাঠকে এরূপ পাশাপাশি বা লম্বায় বাড়ানোর জন্য যে কলাকৌশল অবলম্বন করা হয় তাকে কাঠের জোড় বলে।

কাঠের জোড়ের শ্রেণিবিভাগ

১.১ লম্বাকারী জোড়া (Lengthening Joint)

১.২. ল্যাপ ডায়েন্ট (Lap Joint) ১.২. ফিস জয়েন্ট (Fished Joint)

১.৩. স্কাফর্ড জয়েন্ট (Scarfed of spliced Joint)

১.৪. ট্যান্ড জয়েন্ট (Tabled Joint)

 

কাঠের জোড়

চিত্র- বিভিন্ন প্রকার লম্বাকারী জোড়া (Lengthening Joint)

প্রশস্তকারী জোড়া (Widening Joint

২.১. এটি জয়েন্ট (Butt Joint)

২.২. রিবেটেড জয়েন্ট (Rebated Joint)

২.৩. রিলেটেড এবং ফিল্ড জয়েন্ট (Rebated & Filled Joint)

২.৪. টাংগড এবং এন্ডড জয়েন্ট (Tongued & Grooved Joint)

২.৫. টাংগড এবং প্লউড জয়েন্ট (Tongued & Ploughed Joint)

২.৬. রিবেটেড, টাংগড এবং এন্ডড জয়েন্ট (Rebated Tongued & Grooved Joint)

২৭. প্লেইড জয়েন্ট (Splayed Joint)

২.৮. ডাওয়েল্ড জয়েন্ট (Dowelled Joint)

২.১. ম্যাড এবং বিডেড জয়েন্ট (Matched & Beaded Joint) ২.১০. ম্যাড এবং তী জয়েন্ট (Matched & Vee Joint)

২.১১. ডডটেইল জয়েন্ট (Dovetailed Joint)

 

কাঠের জোড়

চিত্র- বিভিন্ন প্রকার প্রশস্তকারী জোড়া (Widening Joint)

 ভারবাহী ঘোড়া (Bearing Joint)

৩.১. হাডড জয়েন্ট (Halved Joint)

৩.২. নড জয়েন্ট (Notched Joint)

৩.৩. কলড জয়েন্ট (Cogged Joint)

৩.৪. হাউজড জয়েন্ট (Honsed Joint)

৩.৫. চেজ মর্টিজ জয়েন্ট (Chase Mortise Joint)

৩,৬. ডভটেইল জয়েন্ট (Dovetailed Joint)

৩. ৭. ডডটেইল টেনন জয়েন্ট (Dovetailed Tenon Joint)

৩.৮. মর্টিজ এবং টেনন জয়েন্ট (Mortise & Tenon Joint)

৩.৯. জল বা স্টাম্প জয়েন্ট (Joggle or Sturnp Joint)

৩.১০. ব্রিডল জয়েন্ট (Briddle Joint)

৩.১১. টাস্ক টেনন জয়েন্ট (Tusk Tenon Joint)

 

কাঠের জোড়

চিত্রঃ বিভিন্ন প্রকার জোড়া

কাঠের জোড়ের এয়াজনীয়তা

  • কাঠের প্রয়োজনীয় দৈর্ঘ্য ও গ্রন্থ বৃদ্ধি করার জন্য
  • আপতিত লোডকে নিচের কাঠামোতে বা অংশে স্থানাঙর করার জন্য
  • কাঠের কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য
  • কাঠের পর্যাপ্ত শক্তি বৃদ্ধি করার জন্য
  • চাহিদা ও প্রয়োজনীয় মাপে আসবাব তৈরির জন্য
  • ট্রাস বা অন্যান্য কাঠামো নির্মাণের জন্য।

কাঠের জোড়ের ব্যবহার

লম্বাকারী জোড়ার (Lengthening Jaint):

কাঠের মেম্বারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এই প্রকার জয়েন্ট ব্যবহার করা হয়। প্রয়োজনীয় দৈর্ঘ্যের কাঠ না পাওয়া গেলে লম্বাকারী জোড়ার (Lengthening Joint) মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। এই জয়েন্ট বেন্ডিং প্রতিরোধে সক্ষম। ওয়াল প্লেট, টাই, স্ট্রাট, রাফটার এবং পার্শিনের ক্ষেত্রে এই জয়েন্ট বেশি ব্যবহার করা হয়। এছাড়া অস্থায়ী নির্মাণ কাজেও বেশি ব্যবহার করা হয়।

প্রশকারী জোড়া (Widening Joint):

এই প্রকার জয়েন্টকে সাইড জয়েন্ট বা বোর্ডিং জয়েন্টও বলে। কাঠের চওড়া বা প্রশস্ততা বৃদ্ধির জন্য একটি কাঠের পাশে আর একটি স্থাপন করে এই প্রকার জয়েন্ট তৈরি করা হয়। দরজার পাল্লা, মেঝের পাটাতন, সিলিং, কাঠের ওয়াল প্যানেলিং এর জন্য এই জয়েন্ট বেশি ব্যবহার করা হয়।

ভারবাহী জোড়া (Benring Joint):

যখন দুটি মেম্বার পরস্পর পরস্পরের সাথে সমকোণে মিলিত হয় এবং একটি মেম্বারের লোড অন্য মেম্বার দিয়ে স্থানাস্তর করা হয় তাকে ভারবাহী বা বিয়ারিং জোড়া বলে। রুফ, ট্রান্স, ফ্লোর ইত্যাদিতে এই জয়েন্ট ব্যবহার করা হয়। ওরাল প্লেট, কলার বিষ, ও প্রিন্সিপাল রাফটার সংযোগ করতেও ব্যবহার করা হয়। এর ডভটেইল পয়েন্ট বাক্সের কোণার, কেবিনেট, ড্রয়ার এবং স্কাই লাইটের কার্বে ব্যবহৃত হয়।

ফ্রেমের জোড়া (Framing Joint):

এই জয়েন্ট দিয়ে দরজা, জানালা ভেন্টিলেটর ইত্যাদি ফ্রেম নির্মাণে ব্যবহার করা হয় । দেখতে ভারবাহী বা বিয়ারিং জোড়ার মত হলেও ভার বা লোড বহনকারী নয়। গ্রুভ বা মজি এবং টেনন বা টাংগ-এর কিছুটা পরিবর্তন করে এই জয়েন্ট তৈরি করা হয়।

কৌণিক জোড়া (Angle or Corner Joint):

সাধারণত: যে কোনো ফ্রেমের কোণায়, অথবা কোণাকুণি কোনো কিছুর কিনারে ব্যবহার করা হয়। অর্থাৎ কোণে বা কর্নারে যেমন আসবাবে, দরজা, জানালা বা যেকোনো ফ্রেম ইত্যদি তৈরিতে বেশি ব্যবহৃত হয়।

তির্যক জোড়া (Oblique Shouldered Joint):

রুফ বা রুফ কভারিং এ ট্রাস নির্মাণে ব্যবহার করা হয়। একটি হেলানো ও অন্যটি অনুভূমিক হলে তখন এর অবলিক টেনন জয়েন্ট ব্যবহার করা হয়। সমকোণী জংশনের জন্য বা ট্রাস মেম্বারসমূহ সূক্ষ বা স্থূলকোণে। জোড়া দেয়ার জন্য এই ধরনের জয়েন্ট ব্যবহার করা হয় ।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. কাঠের জোড় কাকে বলে?

২. কাঠের লম্বাকারী জোড় কত প্রকার ও কী কী?

৩.কাঠের তির্যক জোড় কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. কাঠের প্রশস্তকারী জোড় কত প্রকার ও কী কী?

২.কাঠের ভারবাহী জোড় কত প্রকার ও কী কী?

৩.কাঠের কৌণিক জোড় কত প্রকার ও কী কী?

8. কাঠের জোড়ের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন

১. কাঠের দুটি ভারবাহী জোড়ের চিত্র একে নাম লেখ।

২. বিভিন্ন প্রকার ফ্রেমের জোড়ের চিত্র অঙ্কন কর।

৩.কাঠের বিভিন্ন প্রকার জোড়ের ব্যবহার বর্ণনা কর ।

আরও দেখুন :

Leave a Comment