আবাসিক ইমারতের সজ্জা

আজকে আমাদের আলোচনার বিষয় আবাসিক ইমারতের সজ্জা। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

আবাসিক ইমারতের সজ্জা

 

আবাসিক ইমারতের সজ্জা

 

আবাসিক ইমারতের সজ্জা

পাহাড়ের গুহায় বসবাসকারী মানুষ এক সময় অনুভব করল বার বার নিচে বসে আবার দাঁড়িয়ে কাজ করাতে যতটা ক্লান্তি আসে তার চেয়ে একটু উঁচু পাথরের উপর বসে কাজ করা বা সেই উচ্চতা থেকে উঠা-বসা অনেক কম শ্রমসাপেক্ষ। এছাড়া বিশ্রামের বা ঘুমানোর জন্য মেঝের চেয়ে একটু উঁচু চাতালের উপর ঘুমানো অনেক বেশি নিরাপদ।

আবার অন্যান্য প্রাণী থেকে নিরাপদে সঞ্চিত খাবার নিরাপদে রাখার জন্য বা সরঞ্জামাদি রাখার জন্য উঁচু কোনো পাথরের উপর বা ফোকর অনেক নিরাপদ এবং মেঝেতে কাজের জন্য অধিক পরিসর পাওয়া যায়। একসময় যখন সে/তারা গুহা ছেড়ে বেরিয়ে আসে তখন পাথরের পরিবর্তে এসব তৈরি করে গাছের গুড়ি বা কাঠ ও সহজলভ্য ম্যাটেরিয়ালস দিয়ে। বসার জন্য গাছের গুড়ি, উঁচু মাচায় ঘুমানো বা থাকার ব্যবস্থা আর তাক তৈরি করা হত কোনো কিছু রাখার জন্য।

সভ্যতার ক্রম: বিবর্তনে তা আজ রূপ নিয়েছে চেয়ার/সোফা, খাট, এবং কেবিনেট/আলমারী/চেস্ট অফ ড্রয়ার এ যা আসবাব বা ফার্নিচার (Furniture) নামে পরিচিত। যুগে যুগে আসবাব আমাদের প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।

আবাসিক ইমারতের বিভিন্ন কক্ষের আসবাবের নাম

বাড়ছে মানুষ, ছোট হয়ে আসছে পৃথিবী। ছোট এই পৃথিবীতে নিত্য প্রতিযোগিতাপূর্ণ জীবন ও জীবিকার জন্য প্রতিনিয়ত মানুষকে নানাবিধ কাজকর্ম করতে হয়। চলাফেরা, উঠা-বসা, বিশ্রাম, ঘুম, খাওয়া ইত্যাদি দৈনন্দিন কাজে মানুষকে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। কর্মচঞ্চল এই পৃথিবীতে অত্যন্ত স্বল্প পরিসরে মানুষকে সব কিছুর জন্য জায়গা করে নিতে হয়। তাই বেছে নিতে হয়েছে বিভিন্ন অনুষঙ্গ (Accessory)।

এরূপ অন্যতম অনুষঙ্গ হচ্ছে আসবাব। বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে সর্বত্রই আসবাব বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কাজের বা ব্যবহারের ভিত্তিতে কিংবা গঠনের কারণে আসবাবের বিভিন্ন নামকরণ করা হয়। দৈনন্দিন কাজে ব্যবহৃত এরূপ কিছু আসবাবের নাম নিচে দেয়া হল ।

শয়ন কক্ষ: বেড, বেড সাইড টেবিল, আলমিরা বা কেবিনেট, ওয়্যারড্রব বা চেস্ট অফ ড্রয়ার, ড্রেসিং টেবিল, ড্রেসিং টুলস বা বেঞ্চ, চেয়ার বা রকিং চেয়ার, ইত্যাদি।

বসার ঘর: খাবার ঘর পারিবারিক কক্ষ আরামদায়ক বসার চেয়ার, সোফা, চায়ের টেবিল বা টী-টেবিল, সেন্টার টেবিল, সো-কেস, বুক শেলফ, ডিভান বা কাউচ, টিভি, ইত্যাদি ।

খাবার ঘর: ডাইনিং টেবিল, ডাইনিং চেয়ার, বুফেই কেবিনেট, কাবার্ড, চীনা কেবিনেট, সার্ভার, ইত্যাদি। পারিবারিক কক্ষ: আরামদায়ক বসার চেয়ার, সোফা, শেলফ, ডিভান বা কাউচ, টিভি, লাউঞ্জ, সেটী, কেবিনেট, ইত্যাদি।

অতিথি কক্ষ: বেড, বেড সাইড টেবিল, আলমিরা বা কেবিনেট, বসার চেয়ার, (বেড রুমের সকল আসবাবই থাকতে পারে।)

স্টাডি, লাইব্রেরি, প্রার্থনা: পড়ার টেবিল, পড়ার চেয়ার, বুক সেল্ফ, ইজি চেয়ার, লেডার বা মই। টয়লেট ও বাথরুম সাধারণত ফিচার ছাড়া কিছু আসবাব থাকে না। তবে টুল এবং কেবিনেট ব্যবহার হয়ে থাকে ।

রান্না ঘর, স্টোর টুল এবং কেবিনেট ব্যবহার হয়ে থাকে। স্টোর, পল্লি, ইউটিলিটি লন্ড্রি শেলফ, কেবিনেট, সেলাই মেশিন ও টেবিল, কাপড় ইস্ত্রি করার টেবিল, ইত্যাদি ।
খেলাধুলা, চিত্তবিনালেনের সংগীত কক্ষঃ কি ধরনের খেলাধুলা (দাবা, তাস, বিলিয়ার্ড, টেবিল টেনিস, লুডু ইত্যাদি) করার জন্য ব্যবহার করা হবে বা সংগীত এর ধরন (পিয়ানো, হারমোনিয়াম, তবলা, তানপুরা ইত্যাদি) তার উপর নির্ভর করে।

আবাসিক ইমারতের বিভিন্ন কক্ষের আসবাব এর প্রতীক ও মাগ

আবাসিক ইমারতে ব্যবহৃত বিভিন্ন কক্ষের আসবাব-এর প্রতীক ও মাপ নিচে চিত্রের মাধ্যমে দেখানো হল-

 

আবাসিক ইমারতের সজ্জা

চিত্র – একটি লিভিং রুমের ও বসার ঘরের সাধারণ আসবাবের প্রতীক ও মাগ

আবাসিক ইমারতের বিভিন্ন কক্ষের আসবাব সজ্জার (Furniture arrangements) নীতিমালা

আবাসিক ইমারতের বিভিন্ন কক্ষের আসবাব সজ্জার ( Furniture Arrangements) নীতিমালা ও বিবেচ্য বিষয়সমূহ নিচে বর্ণনা করা হল

  • কক্ষের আকার অনুযায়ী আসবাবের ধরন ও আকার নির্ধারণ করতে হবে। খুব বড় কক্ষে যে আসবাব স্থান সংকুলান হবে, ছোট কক্ষে তা হবে না, আবার খুব ছোট কক্ষে রাজকীয় আসবাব বেমানান ।
  • আসবাব সজ্জায় একটি কক্ষে অনেক স্টাইলের না করে একটি স্টাইলের আসবাব নির্বাচন করা ভালো।
  • কক্ষের ব্যবহার অনুযায়ী আসবাব নির্বাচন করতে হবে, যেমন— শোয়া, বসা, খাবার জন্য রুম ইত্যাদি। দরজা জানালার অবস্থান দেখে কোথায় কি আসবাব বসাতে হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে
  • জলবায়ু বা আবহাওয়া বুঝে আসবাব নির্বাচন করতে হবে (যেমন অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় গদিআটা চেয়ার বা সোফা বেশি কার্যকর আবার গ্রীষ্মপ্রধান অঞ্চলে গদিআটা বা চামড়ায় বা কাপড়ে মোড়া আসবাব পরিহার করে বেত বা নেট জাতীয় চেয়ার বা সিট বেশি উপযোগী)।
  • কক্ষে বা আসবাব ব্যবহারকারীর সংখ্যা ও বয়স, আসবাব ব্যবহারকারীর সামাজিক পদমর্যাদা, রুচি বা টেস্ট বা পছন্দ।
  • উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম ইত্যাদি বিবেচনা করা উচিত । প্রাকৃতিক আলোর উৎস বা কৃত্রিম লাইট-এর অবস্থান দেখে বসাতে হবে। আয়নাসহ আসবাব আলোর বিপরীত দিকে না রেখে পাশে বসাতে হবে
  • বড় আসবাব দরজার কাছে বা ঢোকার মুখে না রেখে ভিতর দিকে, ছোট বা কম উচ্চতার আসবাব দরজার কাছে রাখতে হবে। ছোট রুমে আলাদা আলাদা আসবাব না রেখে মাল্টিপারপাস আসবাব ব্যবহার বেশি উপযোগী।
  • বেশি উঁচু আসবাব না রেখে নিচু এবং কাচের অংশ বেশি এমন আসবাব ব্যবহার করলে রুমটি বড় মনে হয়। আবার বড় রুমে বড়-বড় উঁচু আসবাব রুমটিকে ফাঁকা ফাঁকা বা খালি দেখায় না।

আবাসিক ইমারতের বিভিন্ন কক্ষের আসবাব সজ্জায় দরজা-জানালার ভূমিকা

আবাসিক ইমারতের বিভিন্ন কক্ষের আসবাব সজ্জায় ( Furniture arrangements) দরজা-জানালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিচে তা বিস্তারিত আলোচনা করা হল।

  • কক্ষে আসবাব সজ্জায় দরজা জানালার উপর ভিত্তি করেই প্রথমে আসবাব বিন্যাস করা হয়।
  • দরজা-জানালা রুমের ভেন্টিলেশন নিশ্চিত করে। কাজেই আসবাব এমনভাবে বসাতে হবে যেন বাতাস চলাচলে ব্যাঘাত না ঘটে, বা জানালা বন্ধ হয়ে যায়।
  • জানালা দিয়ে প্রাকৃতিক আলো আসে বলে আসবাব এমন ভাবে বসাতে হবে যেন আলোর উৎসে বাধা হয় বা ছায়া পড়ে রুম অন্ধকার না দেখায়।
  • দরজার অবস্থানের ভিত্তিতেই রুমে বেড/খাটের অবস্থান ঠিক করা হয়, যেন শোয়া বা বিশ্রাম করার সময় সরাসরি বাইরে বা মেইন ডোর থেকে দেখা না যায়।
  • আসবাব এমন ভাবে রাখা উচিত যেন পাল্লা আসবাবে ধাক্কা না লাগে ।
  • বসার ঘরের আসবাব এমন ভাবে সাজানো উচিত যেন অতিথি বসার পরে ইমারতের ভিতরের রুমে আড়াল থাকে।
  • বেড়, পড়ার টেবিল, বসার চেয়ার বা সোফা ইত্যাদি জানালার কাছে রাখলে ব্যবহারকারী আরাম বোধ করে।

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. আবাসিক বাড়ির শয়ন কক্ষের আসবাসমূহের নাম লেখ।

২. আবাসিক বাড়ির লিভিং রুমের আসবাবসমূহের নাম লেখ

৩. আবাসিক বাড়ির খাবার ঘরের আসবাবসমূহের নাম লেখ।

৪. একটি সোফার প্রতীক অঙ্কন কর।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. আবাসিক বাড়ির ফ্যামিলি লিভিং ও অতিথি কক্ষের আসবাবসমূহের নাম লিখ ।

২. একজনের চেয়ার ও সোফায় পা ছড়িয়ে বসার ন্যূনতম জায়গার পরিমাণ প্রতীক এঁকে দেখাও।

৩. চারজনের বসার উপযোগী চেয়ারসহ ডাইনিং টেবিলের মাপ প্রতীক এঁকে দেখাও ।

৪. একজনের স্টাডিরুমের হাতল ছাড়া চেয়ার ও টেবিল এবং ক্লিয়ারেন্সের মাপ প্রতীক এঁকে দেখাও।

রচনামূলক প্রশ্ন

১. আবাসিক বাড়ির বিভিন্ন কক্ষের আসবাবসমূহের নাম লিখ।

২. একটি সিঙ্গেল বেডরুমের ন্যূনতম আসবাবসহ ক্লিয়ারেন্সের মাপ প্রতীকের মাধ্যমে দেখাও।

৩. একটি লিভিং রুমের ন্যূনতম আসবাবসহ ক্লিয়ারেন্সের মাপ প্রতীকের মাধ্যমে দেখাও।

৪. একটি ডাইনিং রুমের ন্যূনতম আসবাবসহ ক্লিয়ারেন্সের মাপ প্রতীকের মাধ্য দেখাও।

৫. আবাসিক ইমারতের আসবাব সজ্জার নীতিমালা ও বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর ।

৬. আবাসিক ইমারতের আসবাব সজ্জায় দরজা-জানালার ভূমিকা বর্ণনা কর।

আরও দেখুন :

Leave a Comment