Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

CAD এ ভিউ পোর্ট (View Port )

CAD এ ভিউ পোর্ট (View Port )

আজকে আমরা CAD এ ভিউ পোর্ট (View Port ) সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  দ্বিতীয় পত্র অংশের অন্তর্গত।

 

 

CAD এ ভিউ পোর্ট (View Port )

ভিউ পোর্ট ব্যবহার করার View টুলবার সম্পর্কে জন। অটোক্যাড ফাইল ওপেন করলে কম্পিউটার স্ক্রিনে দেখা যায় তা মূলত একটি অনুভূমিক ফল বিশেষ। স্ক্রিনটিকে X, Y অক্ষের সাপেক্ষে কোনো বা অক্ষন করা হয়। একাৰে অঙ্কিত করসমূহ – (2D) ন করা হয় তখন এটি কি (3D) হয়ে যায়।

 

 

View টু বারে সারে এই মিজিক (2D) – (3D) नমূহ । মাজিক (2D) কিটসমূহ অটোকাতে কি টি হিসাবে View টুল ঝরে থাকে। এতে টপ (Top), টম (Bottoms), ফ্রন্ট (Front), ব্যাক (Back) (Side) । – (3D) কিটসমূহ অটোক্যাডে লোমেট্রিক ডিউ হিসাবে থাকে। যেমন- SW Isometric SE Isometrile, NW Teometric NE Isometric কিউ। এসব ভিউতে র চারকোণা থেকে চটি কি দেখা যায়।

 

 

ভিউ পোর্টকে ২ বা ৩ ভাগে ভাগ করার পর কোন কোন কিছু পোর্ট থাকৰে চিটুল যার থেকে ফাটে করা হয় (চিত্র-১)। View টুলবারের বিভিন্ন টুলসের নাম ও কাজ বর্ণনা করা হল ।

Named View : জি (Croste) ও পুনঃস্থাপন (Restore)

Top View: উপরে ভিউ দেখা যায়

Bottum View: নিচের ভিউ দেখা যায়

Left View: বাম পাশের ভিউ দেখা যায়

Right View: ডান পাশের ভিউ দেখা যায়

Front View: সামনের ভিউ দেখা যায়

Back View: পিছনের ভিউ দেখা যায়

SW Isometric: দক্ষিণ পশ্চিম কর্নার ভিউ দেখা যায়

SE Isometric: দক্ষিণ পূর্ব কর্নার ভিউ দেখা যায়

NE Isometric: উত্তর পূর্ব কর্নার ভিউ দেখা যায়

NW Isometric:

উত্তর পশ্চিম কর্নার ভিউ দেখা যায়

Camera:

ক্যামেরাতে ছবি তুললে বস্তুটি যেমন দেখা যাবে সেই ভিউ দেখা যায়

 

 

View Port এর সংজ্ঞা

কম্পিউটার কিনে দেখতে পাওয়া যায় যেখানে একটি ভিউ পোর্ট। অর্থ যেখানে কিছু আঁকা হয় বা যতটুকু দেখা যায় তাকে ভিউ পোর্ট বলে।

অডকাড ফাইল ওপেন করলে একটি ভিউ পোর্ট দেখা যান। যখন অটোক্যাড 3D তে কাজ করা খ কিন্তু পোর্টকে নিজের সুবিধা অনুযায়ী ভাগে ভাগ করে নেয়া যায়। তখন এক একটি কি পোর্ট এক একটি করে কাজ করে। অর্থাৎ একই সময়ে বা একটি কিনে দুই বা তার সুবিধা র 3D তে একবার 2Dচ কে বদলাতে হয়।

View Part-এর সংখ্যা

যে কোনো আর 3D অঞ্চলের সময় কিউ পোর্টকে ভাগ করে নিলে কাজ করতে অনেক সুবিধা হয়। সাধারণ অনিক দুই ভাবে কিছু পোর্টকে ভাগ করা যায়। মেনু বার থেকে কি যেয়ে কিছু পোর্টকে প্রাথমিকভাবে দুই থেকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রতিটি ভাগকে আবার একই ভাবে চারটি করে করা যায় (চিল-৩.২)। প্রতিটি ভাগকে আবার এভাবে বটি ভাগ করা যায়। তবে কালের সুবিধার জ সর্বোচ্চ ৪টি ভাগই যথেষ্ট।

সাধারণ 3D পা করলে কত সুধা হয়। যত বেশি ভাগ বা মরিয়া ছোট হবে, য়া প্রত্যেকেরই কায্য।

 

 

View Part এর ব্যবহার

ভিন্ন গোষ্ঠ ক্যাডে বিভিন্ন কাজে  ব্যবহার করা হয়

 

 

 

3D  ড্রয়িং View Part-এর প্রয়োজনীয়তা

কিউ পোর্ট ক্যাড 3D পদের সময় বেশি কাজে লাগে। যখন 3D তে কাজ করা হয় তখন নাকি টি ত্রি-মাত্রিক হচ্ছে কিনা প্ল্যানে তা বোঝা যায় না। কি যেে খেতে হয়। আবার ानরার টপ তি ত্রে কাজ করা লাগে। এ জাত সাধনের জন্য বা 23 3D তে রুপার করা হবে বেশ কিন্তু পোর্ট দিকে দুই বা ততোধিক ভাগে ভাগ করে দেয়া হয়, একটিতে প্ল্যান, একটি এলিভেশন একটিকে – তা দেখার জন্য।

আবার 3D কে শেষ করে 2D কে পরে মা। একই সাথে দুই বা ততোধিক ভিট পোর্টে কাজ করা যায়। বর্ণন বেই পোর্টে কাজ করা হয় নেই পোর্টে মাই ক্লিক কে কারেন্ট পোর্ট করে যার কারেন্ট ভিউ পেট টি চারদিকে পায় যা আলাদা বর্ডার দেখার। এ প্রয়োজনে অরবিটের সাহায্যে ঘুরিয়ে টিকে ঠিকমত দেখা যায়। এ হলে এডিট করাতে সুবিধা হয়।

 

 

কিউ পোর্ট আমার জন্য যে মেয়ে ভিউপোর্টে ক্লিক করতে হবে। এবার পারে ১ নিউ পোর্ট, ২/৩/৫ কিউ পোর্ট যতটি প্রয়োজন সেটিতে ক্লিক করে পনর ভাগে ভাগ করতে হবে।

 

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ভিউ পোর্ট কী?

২. ভিউ পোর্ট কি কি ভাবে ভাগ করা যায় ?

৩. কারেন্ট ভিউ পোর্ট কিভাবে বানানো যায়?

৪. ভিউ টুলবারে কতটি টুলস থাকে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. 2D তে View Port এর ব্যবহার বর্ণনা কর ।

২. ভিউ পোর্ট কত ভাগে বিভক্ত করা যায়, বর্ণনা কর।

৩. ভিউ টুলবারের টুলসসমূহের নাম লেখ।

রচনামূলক প্রশ্ন

১. View Port এর ব্যবহার বর্ণনা কর।

২. 3D ড্রয়িং এ View Port এর প্রয়োজনীয়তা বর্ণনা কর।

৩. ভিউ টুলবারের টুলসসমূহের কাজ বর্ণনা কর।

৪. ভিন্ন ভিন্ন ভিউ পোর্টে অবজেক্ট-এর 2D ও 3D ভিউ সেট করার পদ্ধতি লেখ।

আরও দেখুনঃ

Exit mobile version