Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ব্যবহারিকঃ CAD এ Building এর Plan অঙ্কন করা

ব্যবহারিকঃ CAD এ Building এর Plan অঙ্কন করা

আজকে আমরা ব্যবহারিকঃ CAD এ Building এর Plan অঙ্কন করা সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  প্রথম পত্রের  ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 

ব্যবহারিকঃ CAD এ Building এর Plan অঙ্কন করা

লেয়ার ব্যবহার করে আবাসিক বাড়ির প্ল্যান অঙ্কন করা

আবাসিক বাড়ির প্ল্যান অঙ্কনের জন্য

  1. মনে করি Wall লেয়ার এর জন্য Color Blue, Linetype continuous, Lineweight-0.4mm ঠিক করে নেয়া হল (নিচের চিত্রটিতে এটি অনুসরণ করা হয়েছে)।
  2. একই ভাবে Win (Window ) লেয়ার এর জন্য Color Megenta, Linetype continuous, Line weight -0.15mm, এবং Door লেয়ার এর জন্য Color 120, Linetype continuous, Lineweight-0.15mm
  3.  Stair লেয়ার এর জন্য Color – 150, Linetype continuous ( & Dashed), Lineweight-0.18mm, Ges Text 691757 45 Gas Color-Red, Linetype continuous, Lineweight-0.30mm |

 

 

 

Command: L ! অথবা, ড্রয়িং টুল বারের আইকন _ এ ক্লিক করে,

Specify Start Point: 00 লিখে এন্টার বা ড্রয়িং এরিয়া এর যে কোনো বিন্দুতে ক্লিক, Specify Next Point: 30-0″ – (ডানে মাউস সরিয়ে নিয়ে)\Specify Next Point: 30-0″ (উপরে মাউস সরিয়ে নিয়ে)

Specify Next Point: 30-0″ – (বায়ে মাউস সরিয়ে নিয়ে)Specify Next Point:c,

 

 

Command: 0+

Specify offset distance or [ through / Erase/ Layer ] <> : 5

Specify point on side to offset or [ Exit Multiple/Undo]: সিলেক্ট করা রেখার ভিতর দিকে ক্লিক করতে হবে।

এভাবে চারটি রেখার অফসেট করতে হবে।

Command: o +

Specify offset distance or [ through / Erase / Layer] <O>: 11-3″ লিখে এন্টার

Specify point on side to offset or [ Exit Multiple / Undo]: সিলেক্ট  করা রেখার ভিতর দিকে ক্লিক করতে হবে।

 

 

ট্রিম কমান্ড,

Command: trl + (দুইবার এন্টার চাপতে হবে) বা মডিফাই টুল বারের আইকন এ ক্লিক করে এন্টার করতে হবে।

Select object: বস্তুটির যে অপ্রয়োজনীয় অংশ কাটতে বা ছাটতে হবে সেই অংশে ক্লিক।

Command; ex <! ! (দুইবার এন্টার চাপতে হবে) বা মডিফাই টুল বারের আইকন E এ ক্লিক করে এন্টার করতে হবে।

Select object: রেখাটির সেই নিচের অংশের উপর ক্লিক।

 

 

 

 

 

 

 

 

 

এখন কিচেনের দরজা বা কোণার অংশকে কাটার জন্যন

Command: cha বা মকাই টুল বাতেন  এ ক্লিক করতে হবে।

Select first line or [Undo/Folyline/ Distsoce/Angle/Trim/mEthod/Multiple]:d

Specify first chamfer distance <02-0″> 2-11″ লিখে এন্টার ।

Specify second chamfer distance <0-0″> 2-11 ।

Select first line or [Undo/Polyline/ Distance/Angle/Trim/mEthod/Multiple]:

Select second line or shift-select to appl corner. অনুভূমিক রেখাটিকে সিলেক্ট।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Command: res বা ড্র টুলবারের আইকনে এ ক্লিক করতে হবে।

Specify first corner point or [Chamfer Elevation/ Fillet Thickness/ Width]: 0,0 ড্রয়িং এরিয়ার যে কোন একটি বিন্দুকে ক্লিক,

Specify other corner point [Area/ Dimen sion/Rotation]: @10″, 10″, 10″ ×10″ একটি বক্স তৈরি হবে ।

জানালার অবস্থান নির্ণয়ে কলামের অবস্থান নির্ণয় প্রয়োজন বিধায় ট্রিম করে দেয়া হল ।

এতে চিত্রানুরুপ দেখা যাবে (চিত্র)।

 

 

 

 

 

জানালা অংকন

সিড়ি অংকনের জন্য লেয়ার কে কারেন্ট লেয়ার করে নিতে হবে

 

 

অঙ্কিত প্ল্যানটি চিনুকজন সেখানে। (চিত্র ১.২.১৬ ) ।

টেক্সট বা অক্ষরসমূহ লিখার জন্য,

টেক্সট লেয়ারকে কারেন্ট লেয়ার করে টেক্সটসমূহ লিখতে হবে।

Command: dt 4

Specify start point of text [Justify / Stylo]: ড্রয়িং এরিয়ার যে কোন একটি বিন্দুকে ক্লিক,

Specify Height <>:5,

Specify rotation angle of text <<>:<

সকল লিখা হলে দুইবার ঘন্টার করে করে হবে। পরে প্রয়োজনীয় পক্ষ বা অক্ষর যথাস্থানে মুক্ত করে নিয়ে বসাতে হবে। সফল টেক্সট লিখার প্লেন টি  চিত্রানুরুপ দেখা যাবে ।

 

 

 

বাড়ির প্ল্যানে মাপ লিখা

অঙ্কিত প্ল্যানে ডাইমেনশন দেখানোর জন্য

ডাইমেনশন লেয়ার তৈরি করে কারেন্ট লেয়ার করে নিতে হবে। এবার,

 

 

আবাসিকের উপর তলার প্ল্যানটিও নিচ তলার অনুরূপ অঙ্কন করতে হবে। অঙ্কন করা হলে নিচের চিত্রানুরূপ হবে। উপর তলায় সামনের দিকে বেড ও বারান্দার অংশটি ঝুলন্ত (Cantilever) অবস্থায় আছে ।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version