Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ব্যবহারিকঃ CAD Software Install

ব্যবহারিকঃ CAD Software Install

আজকে আমরা ব্যবহারিকঃ CAD Software Install সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  প্রথম পত্রের  ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 

ব্যবহারিকঃ CAD Software Install

Auto Cad 2007 Installation Process (অটোক্যাড ২০০৭ ইনস্টলেশন পদ্ধতি):

  1.  উল্লেখ্য information list এ পূরণকৃত নাম ও organization পরবর্তীতে Auto CAD software এ Display করবে।
  2. Information এর “Dealer” ও “Dealer phone” এর ঘরে যে কোনো Number প্রবেশ করালেই হবে।
  1. “Installation Type” এর “Typical” option টি মূলত “Autodesk” নির্ধারিত সকলের জন্য উপযোগী setting সংবলিত।
  2. “Custom” install টিতে ব্যবহারকারী তার সুবিধা অনুযায়ী বিভিন্ন Option-গুলো সেট (set) করে নিতে পারে।

 

 

এবার “Custom Installation Type এ AutoCAD setup করার পদ্ধতি

  1.  “Default Destination folder” select করতে চাইলে Next বাটনে ক্লিক করতে হবে।
  2. অন্যথায় অন্য কোন Folder এ Auto CAD setup এর জন্য “Browser” এ ক্লিক করে যে Folder বা Drive এ Auto Cad setup করতে হবে সেই Folder বা Drive টি সিলেক্ট করে ok বাটনে ক্লিক করতে হবে, এবং Next বাটনে ক্লিক করতে হবে।
    ■ উল্লেখ্য যে, যে স্থানেই Auto CAD setup করা হোক না কেন উক্ত Folder/ Drive এ পর্যাপ্ত disk space আছে কিনা তা আগেই দেখে নিতে হবে ।

 ইউনিট সেটআপ (Unit setup) করা

অটোক্যাড ফাইল ওপেন করে Start up Dialogue Box (চিত্র-৪.২) থেকে unit set up করার জন্য-

Start up Dialague Box

 

 

Unit সেট আপ

 

Angle সেট আপ

 

কোণ-এর পরিমাপ পূর্ব দিক থেকে শুরু করার জন্য Angle Measure কম্পিউটারের নিজস্ব সেট আপ বা By default থাকবে (চিত্র)। অর্থাৎ East এ থাকবে। এবার Next এ ক্লিক।

Angle Measure সেট আগ

 

কোণ-এর পরিমাপ করার শুরু থেকে কোনো দিকে গণনা করার জন্য Angle Direction এ কম্পিউটারের নিজস্ব সেট আপ বা By default থাকৰে। অৰ্থাৎ Counter Clockwise 4 থাকবে (চিত্র)। এবার Next এ ক্লিক।

Angle Direction সেট আপ

Drawing limit Area set up করার জন্য Width এবং Length এর মान লিখতে হবে, যেমন— Width 75′-0″, Length 50-0″ এবার Finish এ ক্লিক (চিত্র-৪.২.৫)। কোনো অংশ আবার সেটআপ করতে চাইলে Back করে পুনরায় সেই স্থানে যেয়ে সেটআপ করতে হবে।

Area সেট আপ

 

Start up Dialogue Box (চিত্র-৪.২) থেকে unit set up করার সময়ই মূলত Drawing limit বা Area set up করা হয়।

যদি অটোক্যাড ফাইল ওপেন করলে Start up Dialogue Box না আসে বা বক্সটি বন্ধ করা থাকে তবে unit set up করার জন্য বা Menu bar এর Format থেকে Unit এবং Drawing limit, set up করার জন্য— UNIT:Memu bar থেকে Format এর পর Unit এ ক্লিক বা Command Line : UN

 

 

এর পর ড্রয়িং ইউনিট Drawing Unit এর ডায়ালগ বক্স থেকে নিজের প্রয়োজন অনুযায়ী

Drawing Length type:

(Architectural) এ ক্লিক, Precision (0 – 0) এ ক্লিক,

Insertion scale:

(By Definult) এ ক্লিক, Angle type: (By Default এ ক্লিক,

Clock wise এ ক্লিক করে অপশনগুলো সেট করে নিতে হবে। (চিত্র)

 

 

এর পর Direction অপশনে ক্লিক করে Base Angle কোনো দিকে হবে যেমন: East, West, North ইত্যাদি যে কোনো একটি বা East সিলেক্ট করে Ok চেপে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে।

এর Drawing window তে OK চেপে বের হয়ে আসতে হবে।

 ড্রয়িং এরিয়া (Area setup) বা Drawing Limits সেট আপ করা।

ড্রয়িং এরিয়া (Area setup) বা Drawing Limits সেটআপ করার পদ্ধতি নিম্নরূপ—

Menu bar থেকে Format এর পর Drawing Limits এ ক্লিক বা
Command Line: Limits

Specify Lower Left Corner 0 0 0 0 ! এরিয়ার (স্ক্রিনের) সবচেয়ে নিচের বাম দিকের বিন্দুর স্থানাঙ্ক (X ও Y অক্ষের মাপ, চিত্র )

Specify Upper Right Corner 75′-0″, 50-0″ – এরিয়ার (স্ক্রিনের) সবচেয়ে উপরের ডান দিকের বিন্দুর স্থানাঙ্ক (X ও Y অক্ষের মাপ, চিত্র)

এরিয়ার সবচেয়ে নিচের বাম বিন্দুর স্থানাঙ্ক

 

এরিয়ার সবচেয়ে উপরের ডান বিন্দুর স্থানাঙ্ক

সেভ (Save) করার জন্য

কম্পিউটারে যে কোন সফটওয়্যারে কাজ করার পর সেভ করার জন্য Ctrl+s চেপে সেজ করা যায়। অটোক্যাডেও অনুরূপ ভাবেই সেভ করা হয়।

Ctrl+s চাপলে একটি ডায়ালগ বক্স (চিত্র: ৪.৪.২) আসবে সেখানে ফাইলের নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে।

Save তিন ভাবে করা যায়—

এবার ফাইলের নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে (চিত্র)

 

মেনু বার এর ফাইল থেকে সেভ করা

 সেভ অ্যাজ (Save as) করার জন্য

Ctrl + shift + ৪ চাপলে একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ফাইলের যে নাম আছে সেটি ভিন্ন অন্য নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোন্ডারে সেভ করতে হবে।

Save as দুই ভাবে করা যায়-

এবার ফাইলের অন্য একটি নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে (চিত্র) ।

সেভ ডায়ালগ বক্সে ফাইলের নাম লিখে সেভ করা

আরও দেখুনঃ

Exit mobile version