Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ব্যবহারিকঃ CAD Layer, Text, Dimension setup করা

ব্যবহারিকঃ CAD Layer, Text, Dimension setup করা

আজকে আমরা ব্যবহারিকঃ CAD Layer, Text, Dimension setup করা আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  প্রথম পত্রের  ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 

CAD Layer, Text, Dimension setup করা

নতুন লেয়ার তৈরির কৌশল ও বিভিন্ন অংশের বা কম্পোনেন্ট-এর সেটআপ করা

নতুন লেয়ার তৈরি ও বিভিন্ন অংশের বা কম্পোনেন্ট-এর সেটআপ করার জন্য

Format menu→Layer +

Command line: La
Layer properties manager dialog box আসবে (চিত্র) এতে—

 

 

নতুন লেয়ার তৈরি:

Layer properties manager এ new Layer (3) ক্লিক করে লেয়ার ১ নামে একটি লেয়ার তৈরি হবে। উক্ত নামের উপর ক্লিক করে পছন্দ বা সুবিধা অনুসারে নাম দিয়ে লেয়ার নেম ঠিক করতে হয়। এভাবে যত লেয়ার প্রয়োজন ততগুলো লেয়ার তৈরি করতে হবে।

On

Layer properties manager এ বামদিকের বাজ আইকনে ক্লিক করে লেয়ারকে অন/অফ করা যায় ।

Freeze:

Layer properties manager এ সংশিষ্ট লেয়ার সিলেক্ট করে ফ্রিজ আইকনে লেয়ার ফ্রিজ/আনফ্রিজ করা যায়।

 

 

Lock

Layer properties mamager এ সংশিষ্ট লেয়ার সিলেট করে একে লক/আনলক আইকনে করে | ক্লিক করে লক/আনলক করে রাখতে হবে।

Color:

প্রত্যেক লেয়ার আলাদাভাবে চিহ্নিত করার জন্য Layer properties manager এ কালার আইকনের। । কালো বক্সে ক্লিক করে সিলেট কালার বক্স থেকে ইনডেক্স কালার, টু কালার, কালার বুক্স থেকে প্রয়োজনীয় কালার সিলেক্ট করে ok চেপে বের হয়ে আসতে হবে।

Line type:

Layer properties manager Box এর Line type এর Contuous এ ক্লিক করলে Select in type বক্সটি (চিত্র- ৮.১.২.১) আসবে এখানে। Load এ ক্লিক করলে Load or Reload Linetypes (চিত্র) থেকে প্রয়োজনীয় line type যেমন solid line, iso das, iso das, dot ইত্যাদি select করতে হবে।

 

 

 

Line welght:

Line weight option Default এ ক্লিক করে line weight বক্স থেকে লাইনের গুরুত্ব (মোটা/চিকন) ইত্যাদি সিলেক্ট করে ok চেপে বের হয়ে আসতে হবে।
Line weight ডায়লগ বক্স Plot Style By default অনুযায়ী থাকবে।

 

 

Plot:

কোনো লেয়ার প্রিন্ট করতে না চাইলে Plot এ ক্লিক করে অফ করে রাখতে হবে না হলে By default থাকবে।

টেক্সট-এর স্টাইল সেটআপ করার জন্য

 

 

ডাইমেনশন স্টাইলের বিভিন্ন কম্পোনেন্ট সেটআপ (Setup of Dimension Style & its Components)

বিল্ডিং ড্রয়িং-এর জন্য বিভিন্ন কম্পোনেন্ট সেটআপ নিম্নরূপ

[বাকি সব by default অনুযায়ী থাকবে।

Symbols & Arrows

First: Dot small,

Second: Dot small,

Arrow size: 3″ or 4″,

[বাকি সব by default অনুযায়ী থাকবে।

Text

  1. Vertical: Above
  2. Horizontal: Centered
  3. Offset from origin line: 2″ or 3″

Aligned with dimension line এ ক্লিক

[বাকি সব by default অনুযায়ী থাকবে।

Fit

By default অনুযায়ী থাকবে।

Primary Units

Unit Format: Architectural,

Precision: 0-1/8″ or 0′-0″ (যদি 1″ এর নিচে মাপ না থাকে।

Alternate Units:

By default অনুযায়ী থাকবে।

Tolerance:

By default অনুযায়ী থাকবে।

 

 

 

 

আরও দেখুনঃ

Exit mobile version