Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

আজকে আমাদের আলোচনার বিষয় অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা । এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

একটি আবাসিক ইমারতের শরন কক্ষের আসবাব সজ্জা অটোক্যাডে অঙ্কন

যন্ত্রপাতি ও মালামাল কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)। [পরবর্তী প্রতিটি ব্যবহারিকে একই হবে।]

অঙ্কন প্রণালি:

অটোক্যাডে একটি আবাসিক ইমারতের শরন কক্ষের আসবাব সজ্জা অঙ্কনের জন্য কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

 

চিত্র-১.১.১: শয়ন কক্ষটিতে আসবাব সজ্জা করতে হবে।

প্রথমে অটোক্যাডের লাইন, অফসেট, ট্রিম, সারকেল (Circle) কমান্ডের সাহায্যে শয়ন কক্ষটি এঁকে নিতে হবে।

Command:

স্ট্যান্ডার্ড টুল বারের আইকন এ ক্লিক করে, বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটি (চিত্র ১.১.২) আসবে।

 

চিত্র-১.১.২: ডিজাইন সেন্টার ডায়লগ বক্স

 

চিত্র-১.১.৩: ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ভানে বিভিন্ন আসবাব-এর প্রতীক

অটোক্যাডে সিম্বল লাইব্রেরি ব্যবহার করে ফিচার/ফার্নিচার অঞ্চন

অঙ্কন প্রণালি:

এই অধ্যায়ের পূর্বের প্রতিটি কাজে সিম্বল লাইব্রেরি বা ডিজাইন সেন্টার থেকে ফিচার ফার্নিচার অঙ্কন করা হয়েছে। এখানে সিম্বল বা ব্লক তৈরি ও ড্রয়িং-এ ব্যবহার পদ্ধতি বর্ণনা করা হল।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চিত্র-১.৫.১: ব্লক ডেফিনেশন ডায়লগ বক্স

 

চিত্র- ১.৫.২: ব্লক ইনসার্ট ডায়লগ বক্স

আরও দেখুন :

Exit mobile version