Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কয়ার, বক্স সেক্সট্যান্ট ও ক্লিনোমিটারের ব্যবহার

তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কয়ার, বক্স সেক্সট্যান্ট ও ক্লিনোমিটারের ব্যবহার

তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কয়ার, বক্স সেক্সট্যান্ট ও ক্লিনোমিটারের ব্যবহার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি” পাঠ এর অংশ।

তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কয়ার, বক্স সেক্সট্যান্ট ও ক্লিনোমিটারের ব্যবহার

ভূ-পৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন বস্তুর প্রকৃত অবস্থান আপেক্ষিক উচ্চতা দিক, রৈখিক ও কৌনিক দূরত্ব পরিমাপের মাধ্যমে একটি স্কেল অনুসরণ করে সমতল কাগজে উপস্থাপন করার পদ্ধতিকে জরিপ বলে।

 

তীরের ব্যবহার (Uses of arrow) :

১। শিকল জরিপে প্রতি শিকল পর পরই তীর ব্যবহার করে শিকলের প্রান্ত চিহ্নিত করা হয়। ২। শক্ত মাটিতে দাগ কেটে কোনো বিন্দু চিহ্নিতকরণের জন্য তীরের সুচালো প্রান্ত ব্যবহৃত হয়।

৩। পরিমাপকৃত দৈর্ঘ্যের পরিমাণ জানার জন্য অনুগামীর (Follower) হাতের তীরের সংখ্যা ব্যবহার করা হয়।

৪। এতদভিন্ন ক্ষেত্রবিশেষে, বিশেষ করে কন্টুর বিন্দু চিহ্নিতকরণে তীর ব্যবহৃত হতে পারে ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রেঞ্জিং রডের ব্যবহার (Uses of ranging rod) :

১। এগুলো স্টেশন বিন্দু চিহ্নিতকরণে ব্যবহৃত হয়।

২। এগুলো রেখা সোজাকরণে (Ranging the line) ব্যবহৃত হয়।

৩। ছোটখাটো দৈর্ঘ্য পরিমাপের (3 মিটারের কম) জন্যও এগুলো ব্যবহার করা যায়।

 

অফসেট রডের ব্যবহার (Uses of offset rod) :

১। এগুলো স্টেশন চিহ্নিতকরণে ব্যবহার করা যায় ।

২। বেড়া বা কোনো প্রতিবন্ধকের ছিদ্রপথে শিকল টেনে বা ঠেলে নেয়ার জন্য এগুলো ব্যবহৃত হয়।

৩। রেখা সোজাকরণেও এগুলো ব্যবহার করা যায় ।

৪। লম্ব স্থাপনেও এগুলো ব্যবহার করা যায়।

৫। খাটো অফসেটের পরিমাপের জন্য ব্যবহার করা হয়।

 

ক্রস স্টাফের ব্যবহার (Uses of cross staff)

১। এগুলো শিকল রেখার কোনো নির্ধারিত বিন্দুতে সমকোণ সংস্থাপনে ব্যবহৃত হয় ।

২। কোনো বস্তু বা বিন্দু হতে শিকল রেখায় সমকোণ সংস্থাপনে এগুলো ব্যবহার করা

৩। ফ্রেঞ্চ ক্রস স্টাফ সমকোণ ও 45° কোণ সংস্থাপনে ব্যবহার করা যায়।

৪। এতদভিন্ন অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ শিকল রেখার সাথে যে-কোনো কোণ সংস্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে।

 

 

প্রিজম স্কয়ারের ব্যবহার (Uses of prism square ) :

১। এটা শিকল রেখার কোনো বিন্দু হতে সমকোণ সংস্থাপনে ব্যবহার করা হয়। শিকল রেখার উপরে প্রিজম স্কয়ার হাতে নিয়ে সামনে-পিছনে অগ্রসর হয়ে যে বিন্দুতে কোনো নির্ধারিত বস্তু বা বিন্দুর প্রতিচ্ছবি শিকল রেখায় পোঁতা রেঞ্জিং রডের সাথে একই রেখায় অবস্থান করে, শিকল রেখার ঐ বিন্দুতে নির্ধারিত বস্তু বা বিন্দু সমকোণ তৈরি করে। (এটার গঠন অপটিক্যাল স্কয়ারের মতো।)

 

বক্স সেক্সট্যান্টের ব্যবহার (Uses of box sextant) :

১। এটির সাহায্যে প্রতিফলন পদ্ধতি অনুসরণ করে কোণ মাপা যায়

২। এটিকে অপটিক্যাল স্কয়ারের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। (এটির ভার্নিয়ার

৩। 120° পর্যন্ত কোণ মাপার জন্য এটি ব্যবহার করা যায়।

৪। শিকল জরিপে কোণ পরিমাপের প্রয়োজনে এটি ব্যবহার করা যায়।

৫। শিকল জরিপে অনভিগম্য বিন্দু ছেদন পদ্ধতিতে নির্ধারণে এটি ব্যবহার করা যায় ৬। ঘের জরিপে বিকিরণ পদ্ধতিতে বিস্তারিত তথ্যাদি সংগ্রহে এটি ব্যবহার করা যায়।

৭। অন্যান্য যন্ত্রে পরিমাপকৃত কোণ এটির সাহায্যে যাচাই করা যায়।

 

ক্লিনোমিটারের ব্যবহার (Uses of clinometer) :

১। এটা ভূমির ঢাল, ঢালের উপর কোনো বিন্দুর অবস্থান ও উল্লম্ব কোণের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।

২। এটা ঢাল বিন্দুর অবস্থান ও উল্লম্ব কোণের নিখুঁত পরিমাপ প্রদান করে না বিধায় শুধুমাত্র খসড়া কাজে ব্যবহার করা হয়।

 

আরও দেখুন:

Exit mobile version