জরিপলিপি লেখায় সতর্কতাসমূহ – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “জরিপলিপিতে লিখন প্ৰক্ৰিয়া” বিভাগ এর একটি পাঠ | জরিপ বা ভূমি জরিপ হল স্থলজগতের দ্বি-মাত্রিক বা ত্রি-মাত্রিক বিন্দুর অবস্থান এবং তাদের মধ্যকার দূরত্ব ও কোণ নির্ধারণের কৌশল, পেশা, শিল্প এবং বিজ্ঞান। একজন ভূমি জরিপকারী পেশাদারকে ভূমি জরিপকারী বলা হয়।
জরিপলিপি লেখায় সতর্কতাসমূহ
নিম্নে জরিপলিপি লেখার সময় সতর্কতাসমূহ উল্লেখ করা হলো ঃ
১। প্রত্যেকটি জরিপ রেখার আরম্ভ ও সমাপ্তি স্টেশনের নাম লেখতে হবে।
২। জরিপ রেখার আরম্ভ ও সমাপ্তি স্টেশনে মিলিত রেখা/রেখাগুলো যথারীতি জরিপলিপিতে উদ্ধৃত করতে হবে।
৩। জরিপলিপির পৃষ্ঠার নিচের অংশে জরিপ রেখার নাম লেখতে হবে।
৪। প্রত্যেক জরিপ রেখার জন্য আলাদা আলাদা পৃষ্ঠা ব্যবহার করতে হবে। জরিপ রেখা দীর্ঘ হলে একটি রেখার জন্য, একাধিক পৃষ্ঠা ব্যবহার করা যাবে ।
৫। প্রত্যেকটি মাপ নেয়ার সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করতে হবে।
৬। লিপিবদ্ধকারী শিকল রেখার নিচের দিক হতে (প্রারম্ভ দিক) উপরের দিকে লেখবে। স্মরণ শক্তির উপর ছেড়ে না দিয়ে সকল মাপই স্পষ্ট ও সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করতে হবে।
৭। ঘষামাজা বা কাটাকাটি গ্রহণীয় নয়। লিখিত কোনো অঙ্ক বা মান পরিবর্তনের প্রয়োজন হলে বা সংশোধনযোগ্য হলে তা একটানে কেটে অনুস্বাক্ষর দিয়ে সঠিক মান বা অঙ্ক লেখতে হবে।
৮। আলামতসমূহের অঙ্কন নিখুঁত ও পরিষ্কার হবে। ৯। অন্য কোনো পৃষ্ঠার সাথে সম্পর্কযুক্ত বস্তু বা অবস্থানের বিশেষ ব্যাখ্যার প্রয়োজন হলে তা বিশেষ নোটের মাধ্যমে যথাস্থানে লেখতে হবে।
১০। সকল মাপ ও আলামত উন্নতমানের পেন্সিল দিয়ে জরিপলিপিতে লেখতে হবে ।
১১। সর্বদা অগ্রগামীমুখী হয়ে জরিপলিপি লেখতে হবে। এতে ডানের অফসেট ডানে এবং বামের অফসেট বামে লেখার ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিবে না অর্থাৎ অফসেট সঠিক স্থানে লেখা হবে।
১২। জরিপ’ রেখাকে কোনো রাস্তা/বেড়া ইত্যাদি ছেদ করলে যথারীতি জরিপ ‘রেখার উভয় দিকে দেখাতে হবে ।
১৩। জরিপলিপি লেখার কাজ মাঠেই সমাপ্ত করতে হবে। ফলে কোনো তথ্য বাদ পড়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রয়োজনে বিভিন্ন পরিমাপ যাচাই করেও নেয়া যাবে।
১৪। অফসেট লেখার জন্য লম্ব আঁকার দরকার নেই তবে যথাস্থানে লেখতে হবে। ১৫। সম্পন্ন জরিপ কাজে নিচের তথ্যগুলো থাকবে—

(ক) জরিপের নাম
(খ) জরিপকৃত এলাকার একটা সাধারণ নক্শা
(গ) প্রধান ও গ্রন্থি স্টেশনগুলোর অবস্থান নক্শা
(ঘ) জরিপ ‘রেখাগুলোর রেকর্ড
(ঙ) জরিপ ‘রেখা ও স্টেশনগুলোর সূচিপত্র
(চ) জরিপের তারিখ/সময়কাল
(ছ) জরিপকরদের নাম ।
আরও দেখুন: