ড্রয়িং এর মৌলিক উপাদান

আজকে আমাদের আলোচনার বিষয় ড্রয়িং এর মৌলিক উপাদান। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

ড্রয়িং এর মৌলিক উপাদান

ড্রয়িং এর মৌলিক উপাদান

  • বিন্দু (মাত্রাহীন)
  • তল (বর্গাকার, আয়তকার, ত্রিভুজাকার, গোলাকার বা অসম
  • রেখা (অনুভূমিক, খাড়া বা উলম্ব এবং নত বা হেলানো, বাঁকা বা বক্র রেখা)
  • ঘনক (বর্গাকার, আয়তাকার, ত্রিভুজাকার, গোলাকার বা অসম)

ড্রয়িং-এর মৌলিক উপাদানসমূহের বর্ণনা নিম্নরূপ

বিষ্ণু (-) বিন্দু। ড্রয়িং-এর মৌলিক উপাদান যা মাত্রাহীন ও কেবলমাত্র অবস্থান নির্দেশ করে। বিন্দুই মূল উৎস বা ফর্মের সূচনা। স্থাপত্যের বিকাশই বিন্দু থেকে। এর কোনো প্রকার আকার-আকৃতি নেই। কোনো কিছুর শুরু বা শেষ প্রান্ত মাত্র।

উদাহরণ :

কাগজে পেনসিলে অঙ্কনের গুরুই একটি বিন্দু, আবার কোনো একটি মার্বেলও একটি বিন্দু। বৃহৎ পরিসরে একটি শহরের চার রাস্তার মোড়ের বৃত্তাকার চত্বরও একটি বিন্দু তেমনি মহাবিশ্বের মধ্যে পৃথিবীও একটি বড়ো বিন্দু মাত্র।

বৈশিষ্ট : স্থিতিশীল, নির্দেশনাহীন, কেন্দ্রমুখী, নমনীয়, মাত্রাহীন।

রেখা:

রেখা কতগুলো বিন্দুর সমষ্টি বা একটি বিন্দুর গতিপথ অর্থাৎ কোনো বিন্দু চলতে থাকলে তার চলার পথটিই একটি রেখা। কেবলমাত্র দৈর্ঘ্য আছে, গ্রন্থ বা উচ্চতা নেই তাই এটি একমাত্রিক। জ্যামিতিকভাবে রেখা সরল ও বক্র দুই প্রকার। সরল বা সোজা রেখা আবার তিন প্রকার— অনুভূমিক, খাড়া বা উলৰ এবং নত বা হেলানো রেখা।

অনুভূমিক রেখা:

ভূমির সমান্তরাল রেখাসমুহকে অনুভূমিক রেখা বলে। অনুভূমিক রেখা শান্ত, ক্লান্ত ও বিশ্রামে মগ্নতা বা স্থিরতা বোঝায়।

খাড়া বা উল্লম্ব রেখা:

ভূমির সাথে লম্বভাবে অবস্থিত বা অংকিত রেখাকে খাড়া বা উলম্ব রেখা বলে। খাড়া বা উলৰ রেখা দৃঢ়, আত্মপ্রত্যয়, র প্রতিরোধে সক্ষম, ঋজুতা প্রকাশ করে

 

ড্রয়িং এর মৌলিক উপাদান

নত না হেলানো বা কৌশিক রেখা

নভ বা হেলানো বা কৌণিক রেখা:

ভূমির সাথে কৌণিকভাবে অবস্থিত বা অঙ্কিত রেখাকে নত বা হেলানো বা কৌণিক রেখা। নত বা হেলানো বা কৌণিক রেখা গতিময়তা, অনুপ্রেরণা প্রকাশ করে। আবার বাঁকা রেখা গতিময়তা, নমনীয়তা, পরিবর্তনশীলতা, ছন্দময়তার সৃষ্টি করে।

উদাহরণ:

কোনো একটি মার্বেল রঙে ডুবিয়ে গড়িয়ে দিলে রেখা অঙ্কিত হয়। আমাদের চারপাশে অসংখ্য রেখাকৃতির বস্তু রয়েছে যেমন, যে কোনো ধরনের খুঁটি বা ল্যাম্প পোস্ট, চেয়ার বা টেবিলের পায়া, গ্রিস, রেপিং, রাস্তা ইত্যাদি। আবার মানুষ স্রষ্টার এক অনবদ্য রৈখিক সৃষ্টি মাত্র ।

বৈশিষ্ট্য : দিক নির্দেশক, গতিময়তা, প্রত্যয়, অনমনীয় কিন্তু ৰক্ৰৱেখা নমনীয়, একমাত্রিক।

 

ড্রয়িং এর মৌলিক উপাদান

 

 তল :

তল কতগুলো রেখার সমষ্টি। একটি রেখা যখন চলতে শুরু করে তখনই তলের উৎপত্তি হয়। তলের দৈর্ঘ্য ও গ্রন্থ আছে কিন্তু উচ্চতা নেই। তাই এটি দ্বিমাত্রিক। তলের সমষ্টিতেই ফর্মের সৃষ্টি। ডল বর্গাকার, আয়তকার, ত্রিভুজাকার, গোলাকার বা অসম আকৃতির হতে পারে। বর্গাকার বা আয়তকার তল শান্ত, স্থির, দৃঢ়, প্রত্যয়, ভাবগাম্ভীর্য, প্রতিরোধে সক্ষম, স্থিতিশীল, ব্যক্তিত্বমর, অটল ও বক্তৃতা প্রকাশ করে।

ত্রিভুজাকার তলও শান্ত, স্থির, দৃঢ়, আত্মপ্রত্যয়, অপ্রতিরোধ্য, স্থিতিশীল, ব্যক্তিত্বময়, অটল ও বক্তৃতা, দম্ভ, বিজয় প্রকাশ করে। কিন্তু বর্গাকার বা ত্রিভুজাকার যখন ভূমির সাথে কৌণিকভাবে থাকে তখন উক্ত গুণাগুণ উল্টে যায়। গোলাকার তল বিন্দুর মত স্থিতিশীল, নির্দেশনাহীন, কেন্দ্রমুখী, নমনীয় ভাব প্রকাশ করে। অসম আকৃতির তল প্রাকৃতিক নির্দেশনা দেয়।

উদাহরণ :

কোনো একটি রেখা রঙে ডুবিয়ে গড়িয়ে দিলে তন অঙ্কিত হয়। আমাদের চারপাশে অসংখ্য তল রয়েছে যেমন, যে কোনো ধরনের পৃষ্ঠ, চেয়ার বা টেবিলের উপরিতল, দরজা, জানালা, দেয়াল ইত্যাদি বর্গাকার বা আয়তাকার ডল বিশেষ। তেমনি গোলাকার টেবিলের উপরিতল গোলাকার তল আর পিড়ামিডের পার্শ্ব ত্রিভুজাকার তদের অনন্য উদাহরণ। আবার একখণ্ড জমি অসম আকৃতির তল মাত্র।

বৈশিষ্ট্য: তল বিশেষে শান্ত, স্থির, দৃঢ়, প্রত্যয়, ভাবগাম্ভীর্য, প্রতিরোধে সক্ষম, স্থিতিশীল, ব্যক্তিত্বময়, অটল, ঋজুতা, দন্ত, বিজয়, নির্দেশনাহীন, কেন্দ্রমুখী, নমনীয়তা ও গতিময়তা প্রকাশ করে।

 

ড্রয়িং এর মৌলিক উপাদান

 

ঘনক :

ঘনক কতগুলো তলের সমষ্টি। ঘনকের দৈর্ঘ্য, গ্রন্থ ও উচ্চতা আছে ভাই। এটি ত্রিমাত্রিক। এটি আবদ্ধ, ফাঁকা, কিংবা বেশ কিছু ভলের সমষ্টি হতে পারে। ঘনক তলের মত বর্গাকার, আয়তাকার, ত্রিভুজাকার, গোলাকার বা অসম। আয়তকার ঘনক আকৃতির হতে পারে।

উদাহরণ:

বাক্স, আলমিরা, যে কোনো রুক্ষ বর্গাকার বা আয়তাকার ঘনক। বল, ড্রাম বা সিলিন্ডার গোলাকার ও পিড়ামিড ত্রিভুজাকার ঘনক বিশেষ।

বৈশিষ্ট্য: ঘনক তলের মত আকৃতির হতে পারে বিধায় উক্ত আকৃতির ঘনকের ত্রিভুজাকার ও গোলাকার খনক বৈশিষ্টসমূহও অলের ন্যায়।

 

ড্রয়িং এর মৌলিক উপাদান

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ড্রয়িং-এর মৌলিক উপাদান কয়টি ও কী কী?

২. বিন্দু কাকে বলে?

৩. রেখা কী?

৪. রেখা কত প্রকার ও কী কী?

৫. তল কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ড্রয়িং-এর মৌলিক উপাদানসমূহের সংজ্ঞা দেখ

২. রেখার বৈশিষ্টসমূহ লেখ।

৩. তলের বৈশিষ্টসমূহ লেখ।

৪. তল ও ঘনকের পার্থক্য বর্ণনা কর।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

রচনামূলক প্রশ্ন

১. ড্রয়িং-এর মৌলিক উপাদানসমূহের বর্ণনা দাও।

২. বিভিন্ন প্রকার জ্যামিতিক রেখার সংজ্ঞাসহ বৈশিষ্ট বর্ণনা কর।

৩. দ্ররিং-এ ব্যবহৃত রেখার প্রকারভেদ ব্যবহারসহ বর্ণনা কর।

৪. যে কোনো একটি চিত্র এঁকে এতে পাঁচ প্রকার রেখার ব্যবহার দেখাও।

আরও দেখুন :

Leave a Comment