ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি

আজকে আমরা ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  প্রথম পত্রের  ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি

 

 ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি

অঙ্কন ছাড়া স্থপতি তার ভাব ব্যক্ত করতে অক্ষম। তবে সবক্ষেত্রে অঙ্কন করার জন্য যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হয় না। আবার ডিজাইনের শুরুতেই কিছু চিন্তা-ভাবনা করার প্রয়োজন হয়। আর এ সকল চিন্তাকে রেখাচিত্রের বা স্কেচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। প্রাথমিকভাবে এ কাজ করা হয় কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়াই অর্থাৎ খালি হাতে। এরূপ যন্ত্রপাতির সাহায্য ছাড়া খালি হাতে শুধু পেনসিলের ও ইরেজারের সাহায্যে কোনো কিছু অঙ্কন করাকে মুক্ত হস্তে অঙ্কন বলে।

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
হাত শক্ত না করে রিলাক্স বা চিলাচানা ভাবে পেনসিল/কলম ধরে আঁকতে হবে

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
মুক্তহস্তে লম্ব ও অনুভূমিক রেখা অঙ্কন

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
দৃষ্টি শেষ বিন্দুর দিকে রাখতে হবে

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
মুক্তহস্তে কোণাকুণি রেখা অঙ্কন

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
আঁকার সমর হাতের তালু, কনুই বা কাঁধে ভর দিলে লম্বা লাইন আঁকতে সুবিধা হবে

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
মুক্তহস্তে গোলাকৃতি বৃত্ত অঙ্কন

যন্ত্রপাতি ও মালামাল:

পেনসিল, ক্ষেত বুক/ ড্রয়িং শিট (কার্টিজ পেপার), ইরেজার, ডাস্টার, শার্পনার ইত্যাদি।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

 

অঙ্কনপ্রনালিঃ

নিচে অনুশীলনের জন্য বিভিন্ন প্রকার গাছের প্ল্যান ও এলিভেশন-এর চিত্র দেয়া হল-

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
খেজুর বা পাম ও অন্যান্য লম্বা গাছ

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
বিভিন্ন প্রকারের বড় বড় পাছ

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
দূর থেকে সারিবদ্ধ গাছ বা অরণ্য

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
ছোট ছোট গাছ ও ঝোপ

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
ছোট বড় বিভিন্ন প্রকারের গাছের প্ল্যান বা টপ ভিউ

 

মুক্তহস্তে ইট অঙ্কন

যন্ত্রপাতি ও মালামাল

পেনসিল, ক্ষেচ বুক। ড্রয়িং শিট (কার্টিজ পেপার), ইরেজার, ডাস্টার, শার্পনার ইত্যাদি।

অঙ্কনপ্রণালি:

নিচে অনুশীলনের জন্য ইটের একটি নমুনা চিত্র দেয়া হল।

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
একটি ইটের নমুনা

 

মুক্তহস্তে মানুষ এর বিভিন্ন ভঙ্গি

যন্ত্রপাতি ও মালামাল

পেনসিল স্কেচ বুক। ড্রয়িং শিট (কার্টিজ পেপার), ইরেজার, ডাস্টার, শার্পনার ইত্যাদি।

অঙ্কনপ্রণালি:

নিচে অনুশীলনের জন্য একটি নমুনা চিত্র দেয়া হল।

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
মানুষ-এর হাটার ও দাঁড়ানোর ভঙ্গি

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
মুক্তহস্তে ধাপে ধাপে মুখ অঙ্কন

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
মানুষ-এর বিভিন্ন ভঙ্গি এবং হাত ও পায়ের বিভিন্ন অবস্থা বা ভঙ্গি

 

মুক্তহস্তে অটোমোবাইল অঙ্কন

যন্ত্রপাতি ও মালামাল

পেনসিল্প, স্কেচ বুক। ড্রয়িং শিট (কার্টিজ পেপার), ইরেজার, ডাস্টার, শার্পনার ইত্যাদি।

অঙ্কন প্রণালি:

নিচে অনুশীলনের জন্য একটি পাড়ি অঙ্কনের বিভিন্ন ধাপ-এর চিত্র দেয়া হল-

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
বক্স বা লাইন দিয়ে আকার ঠিক করা

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
লাইন দিয়ে মূল আকৃতি ও চাকাঠিক করা

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
সামনের চাকা ও পাশের ডিটেইল করা

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি
অপেক্ষাকৃত ডিটেইল করা

 

ব্যবহারিকঃ মুক্ত হস্তে অঙ্কন পদ্ধতি

আরও দেখুনঃ

Leave a Comment