শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি

শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি এর ব্যবহারিক পাঠ দেখবো আজ। এই পাঠটি সার্ভেয়িং ১ এর “শিকল জরিপ নক্‌শা” বিষয়ের একটি পাঠ।

 

শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি

শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি

 

শিকল জরিপের যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জাম সম্পর্কে জানা এবং এগুলোর ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন । সংক্ষিপ্ত তত্ত্ব ঃ শিকল জরিপ একটি রৈখিক পরিমাপের জরিপ । এতে কোনো কৌণিক পরিমাপ নেয়া হয় না। যেহেতু জ্যামিতিক ক্ষেত্রগুলোর মধ্যে একমাত্র ত্রিভুজেরই বাহু দৈর্ঘ্য জানা থাকলে তা আঁকা যায় এবং এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তাই শিকল জরিপের প্রধান মূলনীতি হলো ত্রিভুজায়ন এবং এতে মূল পরিমাপকযন্ত্র হিসেবে দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রই (শিকল, টেপ) ব্যবহৃত হয়।

 

শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি | ব্যবহারিক | সার্ভেয়িং ১

অনুসরণীয় অনুচ্ছেদ শিকল জরিপের যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণের পরিচিতি :

শিকল :

সার্ভে ল্যাবের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীর নিকট হতে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন ধরনের (প্রকৌশল শিকল, গান্টার শিকল, মিটার শিকল) শিকল নিতে হবে। নিয়মমতো শিকলগুলো খুলতে হবে (শিকলের উভয় হাতল এক হাতে ধরে অপর হাতে শিকলটি মুক্তভাবে নিক্ষেপ করে দুজনে দুই হাতল ধরে প্রসারিত করলেই শিকল পূর্ণদৈর্ঘ্যে প্রসারিত হবে।)। হাতলের ধরন, লিংক দৈর্ঘ্য, ফুলি, ফুলির মাঝে ব্যবধান, ধারাবাহিক লিংকগুলোর সংযোগ দেখতে হবে। বিভিন্ন ধরনের শিকলের দৈর্ঘ্য, লিংক সংখ্যা জানতে চেষ্টা করতে হবে। শিকলগুলোর মধ্যে পারস্পরিক পার্থক্য সম্পর্কে অবগত হতে হবে। (অনুচ্ছেদ ৩.২ অনুসরণ করে) শিকল যথানিয়মে ভাঁজ করতে হবে।

 

শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি | ব্যবহারিক | সার্ভেয়িং ১

 

ফিতা :

নিয়মতান্ত্রিকভাবে সার্ভে ল্যাব হতে বিভিন্ন ধরনের (নাইলন টেপ, ধাতব টেপ, স্টিল টেপ, ইনভার টেপ) নিতে হবে। এগুলোতে দৈর্ঘ্যের এককের চিহ্নগুলো দেখতে হবে। ফিতাগুলোর পরস্পরের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখতে হবে। এগুলো দিয়ে দৈর্ঘ্য মাপার চেষ্টা করতে হবে। 

 

প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য ও আওতা
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

স্টেশন চিহ্নিতকরণের যন্ত্রপাতি ও সরঞ্জাম : স্টেশন চিহ্নিতকরণের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি (রেঞ্জিং রড, রেঞ্জিং পোল, অফসেট রড, তীর ইত্যাদি) নিয়মতান্ত্রিকভাবে সার্ভে-ল্যাব হতে নিতে হবে। এগুলো দেখে নাম মনে রাখতে হবে, ব্যবহার ক্ষেত্র সম্পর্কে অবহিত হতে হবে এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে অবহিত হতে হবে।

 

লম্ব স্থাপনের যন্ত্রপাতি :

শিকল জরিপে যদিও কোনো কোণ পরিমাপের যন্ত্রপাতি ব্যবহৃত হয় না তবে লম্ব স্থাপনে অপটিক্যাল স্কয়ার, প্রিজম স্কয়ার, ক্রস স্টাফ ব্যবহৃত হয়। এগুলো হাতে নিয়ে (ল্যাব হতে নিয়মতান্ত্রিকভাবে) দেখতে হবে, ব্যবহার করতে চেষ্টা করতে হবে।

 

সতর্কতা :

১। নিয়ম বহির্ভূতভাবে সার্ভে-ল্যাবের যন্ত্রপাতিতে হাত দেয়া যাবে না।

২। ল্যাব হতে গৃহীত সকল যন্ত্রপাতি বা সরঞ্জাম নিয়মতান্ত্রিকভাবে জমা দিতে হবে।

৩। যন্ত্র গ্রহণ ও জমাদানে শৃঙ্খলা মেনে চলতে হবে।

৪ । কোনো যন্ত্রপাতি বা সরঞ্জাম অরক্ষিতভাবে রাখা যাবে না।

 

আরও দেখুন:

Leave a Comment