শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি” পাঠ এর অংশ।
Table of Contents
শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি
জরিপ কাজের প্রধান উদ্দেশ্য হল পরিমাপের মাধ্যমে কোন এলাকার মানচিত্র বা নকশা প্রস্তুত করা। জরিপকার্য এবং মানচিত্র অঙ্কন প্রাগৈতিহাসিক যুগ হতে একটি প্রচলিত পদ্ধতি।নিচে শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণের তালিকা দেয়া হলো ঃ
(ক) দূরত্ব পরিমাপের যন্ত্রপাতি (Distance measuring instrument) :
১ । শিকল (Chain)—গান্টার্স শিকল, স্থপতির শিকল, মিটার শিকল, স্টিল ব্যান্ড শিকল ইত্যাদি।
২ | টেপ (Tape)—নাইলন টেপ, ধাতব টেপ, স্টিল টেপ, ইনভার টেপ ইত্যাদি।
(খ) স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত যন্ত্রপাতি (Instrument for marking station) :
১। রেঞ্জিং রড (Ranging rod)
২। রেঞ্জিং পোল (Ranging poles)
৩। অফসেট রড (Offset rods)
৪ । লাথস্ (Laths)
৫। হোয়াইট্স (Whites)
৬। তীর ((Arrow)
৭। কাঠের ছোট খুঁটি (Wooden peg)।

(গ) সমকোণ সংস্থাপনের ‘যন্ত্রপাতি (Instruments for setting out right angles) :
১। ক্রস স্টাফ (Cross staff) * ওপেন, ফ্রান্স বা অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ
২। অপটিক্যাল স্কোয়ার (Optical square)
৩। প্রিজম স্কোয়ার (Prism square )
(ঘ) ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি (Instrument for measuring angle of slope):
১। ক্লিনোমিটার (Clinometer)
২। বক্স সেক্সট্যান্ট (Box sextant)।
(ঙ) মাঠে তথ্যাদি লেখার জন্য সরঞ্জাম (Accessories for writing field data) :
১। জরিপলিপি (Field book) ও ২। পেন্সিল (Pencil)।
(চ) অন্যান্য সরঞ্জাম (Other accessories) :
১। ওলন (Plumb bob
২। চাকু (Knife)
৪ । রশি (Rope)
৩। চক (Chalk)
৫। কুঠার (Axe)
৬। তারকাটা (Wire pin
৮ । ধাতব হাতুড়ি (Metal hammer) ।
৭। কাঠের হাতুড়ি (Mallet)
(* জরিপ কাজের চাহিদা অনুসারে)
আরও দেখুন: