সার্ভেয়িং ১ সূচিপত্র , যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে ভূ-উপরস্থ বা ভূ-নিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, সে প্রক্রিয়াকে সার্ভেয়িং বা জরিপ বলে।সার্ভেয়িং কোনো স্থানের দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থান,পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি সম্পর্কে অবহিত করে। এছাড়া পরিমাপ গ্রহণের পদ্ধতি, পরিমাপে ব্যবহত যন্ত্রপাতি ও কলাকৌশল, বিভিন্ন জরিপ যন্ত্রপাতির ব্যবহারক্ষেত্র,নকশা অঙ্কন করে এতে বিভিন্ন প্রতীক বা সংকেত ব্যবহারের মাধ্যমে বসত বা এলাকার অবস্থান চিহ্নিতকরণ ও সার্ভেয়িংয়ের আওতাভুক্ত।
Table of Contents
সার্ভেয়িং ১ সূচিপত্র
অধ্যায়-১ : জরিপের ধারণা
- জরিপ এর ব্যাখ্যা
- জরিপ এর উদ্দেশ্য
- জরিপের প্রাথমিক শ্রেণিবিভাগ,
- সরজমিনের কাজ.
- দাপ্তরিক কাজ
- জরিপ যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়করণ
- জরিপের শ্রেণিবিভাগ
- ভূমণ্ডলীয় জরিপ ও সমতলীয় জরিপের পার্থক্য
অধ্যায়-২ : শিকল জরিপের মূলনীতি
- শিকল জরিপের উদ্দেশ্য ও আওতা
- শিকল জরিপের মূলনীতি
- শিকল রেখা, ভিত্তি রেখা, গ্রন্থি রেখা, যাচাই রেখা, স্টেশন বিন্দু
- অসুঠাম ও সুঠাম ত্রিভুজ
- শিকলে মাপনকালে পালনীয় নীতিসমূহ
অধ্যায়-৩ : শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি
- শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণ
- শিকল জরিপে ব্যবহৃত কতিপয় যন্ত্রপাতির বর্ণনা.
- শিকল খোলা ও ভাঁজ করা
- স্টিল ব্যান্ড চেইনের ব্যবহার
- লিনেন, স্টিল ও ইনভার টেপের ব্যবহার..
- তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কয়ার, বক্স সেক্সট্যান্ট ও ক্লিনোমিটারের ব্যবহার .
অধ্যায়-৪ : অপটিক্যাল স্কয়ার
অধ্যায়-৫ : শিকন জরিপের কার্যপ্রণালি
- প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ
- শিকল জরিপের কার্যপ্রণালি
- স্টেশন বিন্দু নির্বাচন
- জরিপ রেখা পঙক্তিকরণ
- প্রত্যক্ষ ও পরোক্ষ পঙক্তিকরণের স্বাতন্ত্রীকরণ,
- পরোক্ষ পঙক্তিকরণ প্রক্রিয়া
- শিকল বা ফিতা দিয়ে রৈখিক দূরত্ব পরিমাপকরণ প্রক্রিয়া

অধ্যায়-৬ : অফসেট
- অফসেট, লম্বিক অফসেট বা আয়তাকার অফসেট ও তীর্যক অফসেট
- অফসেট রড ও টেপের সাহায্যে অফসেট পরিমাপকরণ
- অপটিক্যাল স্কয়ারের সাহায্যে অফসেট পরিমাপকরণ
- দু’টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া
অধ্যায়-৭ : জরিপলিপিতে লিখন প্রক্রিয়া
- এক রেখা ও দো-রেখা জরিপলিপি
- এক রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া
- দো-রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া.
- জরিপলিপি লেখায় সতর্কতাসমূহ
অধ্যায়-৮ : শিকল জরিপের পরিমাপে প্রতিবন্ধকতা অতিক্রমকরণ
- গম্য বিন্দু হতে শিকল এবং টেপের সাহায্যে লম্ব স্থাপন প্রক্রিয়া
- অগম্য বিন্দু হতে টেপ বা শিকলের সাহায্যে লম্ব স্থাপন প্রক্রিয়া
- যখন মাপন বাধাগ্রস্ত তখন পরিমাপে প্রতিবন্ধকতা অতিক্রমকরণ প্রক্রিয়া
- যখন দর্শন বাধাগ্রস্ত তখন পরিমাপে প্রতিবন্ধকতা অতিক্রমকরণ প্রক্রিয়া
- যখন মাপন ও দর্শন উভয়ই বাধাগ্রস্ত তখন পরিমাপে প্রতিবন্ধকতা অতিক্রমকরণ প্রক্রিয়া:
অধ্যায়-৯ : শিকল জরিপের ভুলভ্রান্তি
- শিকলের পরিমাপে ভুলভ্রান্তির তালিকা.
- শিকল অতিরিক্ত লম্বা বা অতিরিক্ত খাটো হওয়ার কারণ
- অতিরিক্ত লম্বা বা অতিরিক্ত খাটো শিকলে পরিমাপকৃত দূরত্ব এবং পরিমাপকৃত ক্ষেত্রফল হতে সঠিক দূরত্ব ও সঠিক ক্ষেত্রফল নির্ণয়করণ
- পুঞ্জীভূত ও ক্ষতিপূরক ভ্রান্তি
- শিকল জরিপে ভুলের তালিকা .
- প্রয়োজনীয় সংশোধনীর তালিকা
- ফিতায় পরম দৈর্ঘ্যের, তাপমাত্রার তারতম্যের, টানের তারতম্যের, ঝুলন ও ঢালের সংশোধনীর সূত্রাবলি
- প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে রেখার প্রকৃত দৈর্ঘ্য নিরূপণ .
- শিকলের মাপনে নির্ভুলতার মাত্রা..
- রৈখিক পরিমাপে নিখুঁততা
অধ্যায়-১০ : শিকল জরিপ নক্শা
- জরিপ নক্শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা
- বিভিন্ন ধরনের স্কেল
- নক্শা অঙ্কনের জন্য উপযোগী স্কেল …
- জরিপলিপি হতে জরিপ নকশা অঙ্কন প্রক্রিয়া.
- রীতিসম্মত আলামত
অধ্যায়-১১ : ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি
- সমতলীয় জরিপে পরিমাপের এককসমূহ
- নিয়মিত ও অনিয়মিত পরিসীমা বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি
- ক্ষেত্রফল নিরূপণে সরজমিনে কাজ
- সীমান্ত অংশের ক্ষেত্রফল নির্ণয়করণ
অধ্যায়-১২ : নকশার ক্ষেত্রফল নিরূপণ
- প্লেনিমিটারের সাহায্যে নক্শার ক্ষেত্রফল নিরূপণ প্রক্রিয়া।
- প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ
- নকশার ক্ষেত্রফল নিরূপণের বিশ্লেষণমূলক প্রক্রিয়া,
- বিশ্লেষণমূলক প্রক্রিয়ায় নকশার ক্ষেত্রফল নিরূপণ,
- একর কম্ব-এর সাহায্যে নক্শার ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি
- একর কম্বের সাহায্যে নকশার ক্ষেত্রফল নিরূপণ
অধ্যায়-১৩ : ছোটখাটো মন্ত্ৰপাতি
- প্লেনিমিটারের ব্যবহার
- পেন্টাগ্রাফের ব্যবহার
- একর কম্বের ব্যবহার
- পেন্টাগ্রাফের সাহায্যে নক্শা ছোট এবং বড়করণ প্রক্রিয়া
- এবনি লেভেলের সাহায্যে উন্নতি ও অবনতি কোণ পরিমাপকরণ প্রক্রিয়া
- ক্লিনোমিটারের সাহায্যে উন্নতি কোণ ও অবনতি কোণ মাপার প্রক্রিয়া
অধ্যায়-১৪ : কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা
- কম্পাস জরিপের উদ্দেশ্য ও আওতা
- কম্পাস জরিপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণ
- কয়েকটি পরিভাষার সংজ্ঞা
- সূর্যের ছায়া দিয়ে মধ্যরেখার দিক নিরূপণ,
- কম্পাস নিডলের সাহায্যে চুম্বকীয় মধ্যরেখার দিক নিরূপণ
অধ্যায়-১৫ : বিয়ারিং রূপান্তরকরণ
- সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং
- পূর্ণবৃত্ত বিয়ারিংকে হ্রাসকৃত বিয়ারিং-এ এবং হ্রাসকৃত বিয়ারিংকে পূর্ণবৃত্ত বিয়ারিং-এ রূপান্তরকরণ
অধ্যায়-১৬ : কম্পাস জরিপ প্রক্রিয়া
- প্রিজমেটিক কম্পাস, সার্ভেয়ার্স কম্পাস ও ট্রাফ কম্পাসের বর্ণনা.
- প্রিজমেটিক কম্পাস ও সার্ভেয়ার্স কম্পাসের মধ্যে পার্থক্য
- বিভিন্ন ধরনের কম্পাসের ব্যবহার
- কম্পাস জরিপের প্রক্রিয়া
- স্থানীয় আকর্ষণ খুঁজে বের করা এবং মাঠে প্রাপ্ত বিয়ারিং সংশোধনকরণ
অধ্যায়-১৭ : প্লেন টেবিল জরিপের মৌলিক ধারণা
- প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য ও আওতা…
- প্লেন টেবিল জরিপের যন্ত্রপাতি ও সরঞ্জমাদির তালিকা.
- প্লেন টেবিল সংস্থাপন পদ্ধতি
- টেবিলের দিক স্থাপন বা গোড়াপত্তন
- চুম্বক শলাকার সাহায্যে ও পশ্চাদ্দৃশ্যের সাহায্যে পুনঃগোড়াপত্তন বা পুনঃস্থাপন
- প্লেন টেবিল জরিপ পদ্ধতি
- বিকিরণ, ছেদন, ট্র্যাভার্সিং ও পুনশ্ছেদন পদ্ধতি
- দু’বিন্দু সমস্যা সমাধানের মাধ্যমে যন্ত্রের নকশায় চিহ্নিত করা
- ত্রিবিন্দু সমস্যা ..
- ত্রিবিন্দু সমস্যার যান্ত্রিক সমাধানে ভূমিতে যন্ত্রের অবস্থান নকশায় চিহ্নিত করার প্রক্রিয়া
- প্লেন টেবিল জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ
অধ্যায়-১৮ : কিস্তোয়ার জরিপের প্রাথমিক ধারণা
- কিস্তোয়ার জরিপের সংজ্ঞা.
- কিস্তোয়ার জরিপের উদ্দেশ্য.
- কিস্তোয়ার জরিপে ব্যবহৃত কয়েকটি পরিভাষা
- কিস্তোয়ার জরিপের ধাপসমূহ
- কিস্তোয়ার জরিপ নকশা তৈরিকরণ ও দাগ নম্বর বসানোর নিয়ম
অধ্যায়-১৯ : ভূসম্পত্তির সীমানা
ব্যবহারিক
- শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের পরিচিতি
- শিকল যাচাই ও সমন্বয়করণ
- শিকলের সাহায্যে রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ
- শিকল এবং টেপ এর সাহায্যে লম্ব স্থাপন
- শিকল ও টেপ এর সাহায্যে সমান্তরাল রেখা স্থাপন
- অপটিক্যাল স্কয়ার যাচাই ও সমন্বয়করণ
- অপটিক্যাল স্কয়ারের সাহায্যে লম্ব স্থাপন
- শিকল জরিপে প্রতিবন্ধকতা অতিক্রম করে দূরত্ব মাপন
- এক খণ্ড ভূমি জরিপে শিকল জরিপ পরিচালনা
- শিকল জরিপ নকশা অঙ্কন
- প্রিজমেটিক কম্পাস ও সার্ভেয়ার’স কম্পাস এর সাহায্যে বিয়ারিং মাপন
- প্লেন টেবিল জরিপের যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সামগ্রীর পরিচিতি
আরও দেখুন: