Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১ এর সূচি । এসএসসি । ভোকেশনাল । বাকাশিবো

আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১, এসএসসি, ভোকেশনাল

আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১, এসএসসি, ভোকেশনাল

আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১ বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি স্তরের ভোকেশনাল বিভাগের একটি বিষয়। এই বিষয়টি  ক্যাড এর মাধ্যমে ব্যবহারিক সহ আর্কিটেকচার ড্রাফটটিং শেখানোর জন্য প্রস্তত করা হয়েছে।

বইটি ডাউনলোড করুন: এসএসসি, ভোকেশনাল, আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ১

 

 

আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১, এসএসসি, ভোকেশনাল

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প-২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ শিক্ষাবর্ষ হতে সকলস্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আরও আগ্রহী, কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিকস্তর থেকে শুরু করে ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালস্তরের পাঠ্যপুস্তকসমূহ চার রঙে উন্নীত করে আকর্ষণীয়, টেকসই ও বিনামূল্যে বিতরণ করার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে; যা একটি ব্যতিক্রমী প্রয়াস।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক রচিত ভোকেশনালস্তরের ট্রেড পাঠ্যপুস্তকসমূহ সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১৭ শিক্ষাবর্ষ থেকে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণের দায়িত্ব গ্রহণ করে। এ বছর উন্নতমানের কাগজ ও চার রঙের প্রচ্ছদ ব্যবহার করে অতি অল্প সময়ে পাঠ্যপুস্তকটি মুদ্রণ করে প্রকাশ করা হলো।

বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। পাঠ্যপুস্তকটির আরও উন্নয়নের জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচিত হবে। শিক্ষার্থীদের হাতে সময়মত বই পৌঁছে দেওয়ার জন্য মুদ্রণের কাজ দ্রুত করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণে বইটি আরও সুন্দর, প্রাঞ্জল ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হবে। যাঁরা বইটি রচনা, সম্পাদনা, প্রকাশনার কাজে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ করবে এবং তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করি ।

আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১

প্রথম পত্র  বিষয়বস্তু (তাত্ত্বিক)

প্রথম অধ্যায়ঃ  ড্রয়িং এর ব্যবহৃত যন্ত্রপাতি-এর ব্যবহার

দ্বিতীয় অধ্যায়ঃ ড্রয়িং এর মৌলিক উপাদান

তৃতীয় অধ্যায়ঃ ড্রয়িং এ ব্যবহৃত অক্ষর

চতুর্থ অধ্যায়ঃ  জ্যামিতিক ড্রয়িং

পঞ্চম অধ্যায়ঃ ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

ষষ্ঠ অধ্যায়ঃ আর্কিটেকচারে স্কেল

সপ্তম অধ্যায়ঃ ইটের বন্ড

অষ্টম অধ্যায়ঃ ইটের পয়েন্টিং

নবম অধ্যায়ঃ  আর্ট, লিন্টেল ও সানশেড

দশম অধ্যায়ঃ কাঠের জোড়

একাদশ অধ্যায়ঃ আর্কিটেকচারে ইমারত

দ্বাদশ অধ্যায়ঃ ইমারত সংক্রান্ত ড্রয়িং

এয়োদেশ অধ্যায়ঃ আর্কিটেকচারে সিঁড়ি

চতুৰ্দশ অধ্যায়ঃ পার্সপেক্টিভ দৃশ্য

 

 

বিষয়বস্তু (ব্যবহারিক)

প্রথম পত্র বিষয়বস্তু (তাত্ত্বিক)

 

প্রথম অধ্যায়ঃ আবাসিক ইমারত বা বাড়ি

দ্বিতীয় অধ্যায়ঃ আবাসিক ইমারতের সজ্জা

তৃতীয় অধ্যায়ঃ  বহুতল আবাসিক ইমারত সম্পর্কিত ড্রয়িং

চতুর্থ অধ্যায়ঃ বহুতল ইমারতের ওয়ার্কিং ড্রয়িং

পঞ্চম অধ্যায়ঃ ইমারত সংক্রান্ত ডিটেইল ড্রয়িং

ষষ্ঠ অধ্যায়ঃ আবাসিক ইমারতের রান্নাঘর ও টয়লেট/বাথরুম

সপ্তম অধ্যায়ঃ বহুতল ইমারতের আনুষঙ্গিক ড্রয়িং

অষ্টম অধ্যায়ঃ ইমারত নির্মাণ বিধিমালা

নবম অধ্যায়ঃ ইমারতের দরজা-জানালা

দশম অধ্যায়ঃ বহুতল ইমারতের স্ট্রাকচারাল ড্রয়িং

একাদশ অধ্যায়ঃ বহুতল ইমারজে ইলেকট্রিক্যাল ড্রয়িং

 

 

বিষয়বস্তু (ব্যবহারিক)

 

আরও দেখুনঃ

Exit mobile version